শখের বশে বলিউডে শিমলা

তরুণ পরিচালক অর্পণ রায় চৌধুরীর ‘সফর’ নামে একটি হিন্দি চলচ্চিত্রের মধ্য দিয়ে বলিউডে যাত্রা করেন ঢাকার চলচ্চিত্রের অনিয়মিত এ অভিনেত্রী। গত বছরের শেষভাগে কলকাতা হয়ে মুম্বাইয়ের ভাড়া ফ্ল্যাটে উঠেছেন তিনি।

ছবির শুটিং ও ডাবিং ইতোমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা অর্পণ। মুম্বাইয়ে চলচ্চিত্রটির প্রচারণামূলক ফটোশুটের ফাঁকে শিমলা বলেন, “শখের বশে এখানে এসেছি। যতদিন ভালো লাগে ততদিন কাজ করবো। এখানেই সারাজীবন কাজ করতে হবে এমন না।”

‘সফর’র পর আপাতত নতুন কোনো চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হননি তিনি। “নতুন একটি ইন্ডাস্ট্রিতে এলে অনেক ধ্যান নিয়ে কাজ করতে হয়। আপাতত সবকিছু গুছিয়ে নিচ্ছি।”

বাংলাদেশি অভিনেত্রী হিসেবে মুম্বাইয়ে কাজ করতে গিয়ে ভাষাগত জটিলতায় পড়ার কথা জানালেন তিনি।

“কোর্স করে হিন্দি ভাষাটা রপ্ত করেছি। এখনও পুরোপুরি পারি না; চালিয়ে নেওয়া যায় আরকি। তাছাড়া কাজের জায়গাটা প্রায় একই রকম। আমাদের অভিনয়ই তো করতে হয়।”

বছর দুয়েক ধরে মুম্বাইয়েই বাস করছেন তিনি; সবশেষ গত ঈদুল আজহায় গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপায় ফিরে উট কোরবানী দিয়েছিলেন তিনি। তারপর আর দেশে ফিরেননি তিনি।

Print Friendly

Related Posts