মতলব উত্তরে ১১তম গ্রেড দাবীতে সহকারি শিক্ষকদের মানববন্ধন

জাকির হোসেন বাদশা, মতলব (চাঁদপুর) : প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা ১১তম বেতন গ্রেড এর দাবীতে সারাদেশে একযোগে মানববন্ধন করেছে। এর কর্মসূচী হিসেবে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি মতলব উত্তর শাখার উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন করেছে সহকারি শিক্ষকরা।

এরআগে বেতন বৈষম্য দূর করা দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধন শেষে এক সমাবেশে সহকারি শিক্ষক মোঃ আবদুল হান্নান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিক্ষক মো. ফারুক হোসেন, শ্যামল কুমার বাঢ়ৈ, মো. ফরিদ আহমেদ, শাহ আলম, রহমত উল্লা, মহসিন মিয়া, আনোয়ার কবির, ওবায়েদ উল্লাহ, মিজানুর রহমান, ফেরসৌসী আক্তার, রুমান আক্তার, দিপু আক্তার, রাজীব ঢালী, মাকসুদুর রহমান, নাজনীন আক্তার, আয়েশা আক্তার, জাকিয়া সুলতানা, ফারজানা ইসলাম, বশির উদ্দিন, হ্যাপী আক্তার প্রমুখ। এসয় উপজেলা সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে শিক্ষকরা বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশে কোন বেতন বৈষম্য থাকতে পারেনা। আমরা শিক্ষকদের মাঝে বেতন বৈষম্য চাই না। আমরা সরকারের কাছে দ্রুত বেতন বৈষম্য দূর করে সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার দাবী জানাই।

বক্তারা আরও বলেন, যেখানে প্রশিক্ষণপ্রাপ্ত প্রধান শিক্ষকরা ১০ম গ্রেডে বেতন পাচ্ছে। সেখানে সহকারি শিক্ষকরা কম পাবে কেন? আমরা সহকারি প্রধান শিক্ষক পদ চাই না, আমরা চাই প্রশিক্ষণসহ সহকারি শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন ভাতা নির্ধারন করতে হবে। আমাদের এই দাবী মানতে হবে। শিক্ষকরা বলেন, সারাদেশে আজ বেতন বৈষম্য দূর করে সহকারি শিক্ষকদের ১১তম বেতন গ্রেড করার দাবীতে একযোগে কর্মসূচী পালন করা হচ্ছে। আমাদের দাবী বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচী চলবে।

Print Friendly

Related Posts