পিএসএল শিরোপা জিতল কোয়েটা গ্লাডিয়েটর্স

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) প্রথমবারের মতো শিরোপা জিতেছে কোয়েটা গ্লাডিয়েটর্স।

রোববার করাচিতে অনুষ্ঠিত ফাইনালে তারা ৮ উইকেটে সহজ জয় পায় ১৭.৫ ওভার ব্যাট করেই। দলটি তৃতীয়বারের মতো ফাইনালে ওঠে শিরোপার স্বাদ পেল প্রথমবারের মতো।
টসে হেরে ব্যাট করতে নেমে পেশোয়ার জালমি করেছিল ৮ উইকেটে ১৩৮ রান। জবাবে কোয়েটা গ্লাডিয়েটর্স ২ উইকেটে করে ১৩৯ রান।
মূলত হাসনাইনের বোলিংয়ের কাছে হেরে যায় পেশোয়ার। বড় ধরনের সংগ্রহ গড়তে না পারায় পরাজয় নিম্চিত হয়ে যায় তখনই। পেশোয়ারের অধিনায়ক ড্যারেন সামি আশা করেছিলেন, এই পিচে ১৮০ রান করা সম্ভব। কিন্তু তার ব্যাটস্যানেরা তা করতে পারেননি।
দ্বিতীয় ওভাবে ইমামুল হকের বিদায়ে তাদের পরাজয় ফুটে ওঠতে থাকে। একের পর এক ব্যাটসম্যান সাজঘরে ফিরে যেতে থাকেন।
হাসনাইন ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন। পেশোয়ারের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন উমর আমিন।
জবাবে ব্যাট করতে নেমে আহমদ শেহজাদ ৫১ বলে ৫৮ রান করে জয় সহজ করে তোলেন। এছাড়া আহসান আলীর ১৮ বলে ২৫ রানও এ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Print Friendly

Related Posts