ঢাকা ট্রেড সেন্টারে জাতির পিতার জন্য দোয়া মাহফিলে বাধা, মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: গত ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রম শুধু ঢাকা ট্রেড সেন্টার!

আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠানের মাধ্যমে এমনটি জানিয়েছে ঢাকা ট্রেড সেন্টার ইউনিট আওয়ামীলীগ। লুৎফর রহমানের নেতৃত্বে সংগঠনের পক্ষে প্রায় শতাধিক ক্ষুদ্র ব্যবসায়ি মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত থেকে জানান, ১৭ মার্চ বাদ জোহর ঢাকা ট্রেড সেন্টার মার্কেট মসজিদে বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে মিলাদ ও দোয়া মাহফিলের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে বাধা প্রদান করেন উক্ত মার্কেট কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হুদা।

মানববন্ধনে বক্তারা বলেন, নাজমুল হুদা নিজেকে আওয়ামীলীগের লোক বলে দাবী করলেও প্রকৃতপক্ষে তিনি একজন জামাতী। তার সঙ্গীয় বর্তমান কমিটির বেশিরভাগ কর্মকর্তাই জামাত-বিএনপি পন্হী। ফলে তাদের পক্ষে এহেন কাজ করা সম্ভব হয়েছে। বক্তারা নাজমুল হুদা সহ মসজিদের ইমাম সালমান সাকিব, সফদর আলী, বিল্লাল ও হিরোর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Print Friendly

Related Posts