রাঙামাটিতে ব্রাশফায়ারে আরও এক নারীর মৃত্যু

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাঙামাটিতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে আহত ফুলকুমারী চাকমা মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে এ হামলার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো আটজনে।

এর আগে গতকাল সোমবার নির্বাচনী দায়িত্ব পালন শেষে ফেরার পথে রাঙামাটির বাঘাইছড়ির বাঘাইহাটে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে পোলিং অফিসারসহ সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হন আরও ১৬ জন।

গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাঘাইছড়ির রূপকারী ইউনিয়নের দিঘিনালা-মারিশ্যা সড়কের নয় মাইল নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অন্যরা হলেন, সহকারী পোলিং অফিসার ও কিশলয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমির হোসেন, আনসার ভিডিপি নেত্রী জাহানারা, সদস্য বিলকিস আক্তার, আল আমিন, মন্টু চাকমা ও মিহির কান্তি দত্ত। নিহত আরেকজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় আজও ওই এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের।

Print Friendly

Related Posts