অগ্নিদগ্ধ হয়ে বরগুনায় স্বামী-স্ত্রীর করুণ মৃত্যু

ইফতেখার শাহীন, বরগুনা: বরগুনায় অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রী দু’জনের করুণ মৃত্যু হয়েছে। ঘটনায় প্রতিবেশী একজনও গুরুতর আহত হয়েছেন। মৃতরা হলেন, শুভঙ্কর চন্দ্র শীল (৩৫) ও ঝুমুর রানী (৩০)। প্রতিবেশী অনিতার (৩০) অবস্থাও আশংকাজনক।

তাদের বাড়ী বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের দক্ষিণ বদরখালী গ্রামে।

মৃত শুভঙ্কর চন্দ্র শীলের ছোট ভাই শুসেন চন্দ্র শীল জানান, তাদের একমাত্র মেয়ে বৃষ্টি রানী (১২) কে বাড়ীতে রেখে শুভঙ্কর ও তার স্ত্রী ঝুমুর চিটাগাংএর বন্দরটিলা এলাকায় থাকতেন। শুভঙ্কর সেলুনে ও ঝুমুর গার্মেন্টসে চাকরি করতেন। তারা চিটাগাংয়ে যে বাসায় থাকতেন গত ৯ মার্চ গভীর রাতে ইলেকট্রিক শর্ট সার্কিটের মাধ্যমে তাদের রুমে আগুন ধরে যায়। তাতে স্বামী-স্ত্রী ও প্রতিবেশী অনিতা ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হন। স্থানীয়রা তাদেরকে চিটাগাং চক বাজার হাসপাতালে ভর্তি করেন। পরে শুভঙ্করের ভাই শুসেন তাদের দুজনের অবস্থা আশংকাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেন। সেখানে ৩ দিন রাখার পর তাদের অবস্থার উন্নতি না হলে দু’জনকে গ্রামের বাড়ী বদরখালীতে নিয়ে আসেন।

শেষে একই দিনে সোমবার সকাল ৮ টায় ঝুমূর রানী ও রাত ১২ টায় শুভঙ্কর মারা যান।

Print Friendly

Related Posts