জাবিতে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শনী “চলচ্চিত্রে স্বাধীনতা”

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি তার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে মহান স্বাধীনতার মাসকে স্মরণে রেখে আয়োজন করতে যাচ্ছে – ‘চলচ্চিত্রে স্বাধীনতা’।

জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির বিবৃতিতে বলা হয়- আমাদের একাত্তরের লড়াই ,সংগ্রাম ও আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়েছিলো এই মার্চ মাসেই। নয় মাস পরে আমরা ভিন্ন একটি দেশের জন্ম দিতেও সক্ষম হয়েছিলাম, যে দেশটি হবার কথা ছিলো আমাদের, সকল ও সর্বস্তরের মানুষের। কিন্তু আজ সাধারণ মানুষের মত উপেক্ষিত হচ্ছে। এই মুহূর্তে বাংলাদেশ সাংবিধানিক ও কাঠামোগতভাবে স্বাধীন হলেও মানুষের মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতা বারবার বাধাগ্রস্ত হচ্ছে। আর তাই, সেই মুক্তির সংগ্রাম আজও জারি রাখা প্রয়োজন। এই লক্ষ্যেই স্বাধীনতার মাসে জাহাঙ্গীরনগর সিনে সোসাইটির এই আয়োজন।

মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে যেসব চলচ্চিত্রে মুক্তির এই সংগ্রাম প্রতিফলিত হয়েছে তার মধ্যে থেকে নির্বাচিত ৫ টি চলচ্চিত্র ( ২টি স্বল্পদৈর্ঘ্যের, ৩টি পূর্ণদৈর্ঘ্যের ) প্রদর্শিত হবে।
প্রথম দিন : ১৮ মার্চ

১. স্টপ জেনোসাইড পরিচালক : জহির রায়হান

২. নরসুন্দর পরিচালক : তারেক মাসুদ

৩. মুক্তির গান পরিচালক : ক্যাথরিন মাসুদ ও তারেক মাসুদ
দ্বিতীয় দিন : ১৯ মার্চ

একাত্তরের যিশু পরিচালক : নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু
তৃতীয় দিন : ২০ মার্চ

হাঙর নদী গ্রেনেড পরিচালক : চাষী নজরুল ইসলাম

স্থান : কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

সময় : প্রতিদিন সন্ধ্যা ৭ টা ।

সবার জন্য এই উন্মুক্ত আয়োজন, সবাইকে আমন্ত্রণ।

সূত্র : রণজিৎ দাস, দপ্তর সম্পাদক : জাহাঙ্গীরনগর সিনে সোসাইটি

Print Friendly

Related Posts