আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে চেন্নাইতে বিরাটবাহিনী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দ্বাদশ আইপিএলের উদ্বোধনী ম্যাচ খেলতে বৃহস্পতিবার চেন্নাইয়ের বিমান ধরলেন বিরাট কোহলিরা৷ শনিবার ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর৷ এদিন বিমানে সতীর্থদের সঙ্গে শহর ছাড়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন রয়্যাল ক্যাপ্টেন৷

ছবির ক্যাপশন দিয়েছেন ‘অফ টু চেন্নাই’৷ অর্থাৎ গত আইপিএলে ছ’ নম্বরে শেষ করা রয়্যাল চ্যালেঞ্জার্স এবার অভিযান শুরু করবে গতবারের চ্যাম্পিয়ন সুপার কিংসের বিরুদ্ধে৷ একাদশ সংস্করণ পর্যন্ত ট্রফি হাতে আরসিবি-র৷ দেশের জার্সিতে নেতা হিসেবে সফল হলেও আইপিএলে রয়্যালকে সাফল্য দিতে ব্যর্থ বিরাট৷

আট দলের টুর্নামেন্টে গতবার ছ’ নম্বরে শেষ করলেও এবার দলে বিশেষ পরিবর্তন করেনি আরসিবি৷ অভিজ্ঞ খেলোয়াড়দের ধরে রেখেছে থিঙ্কট্যাঙ্ক৷ ক্যাপ্টেন কোহলি ছাড়াও এবি ডি’ভিলিয়ার্স, যুবেন্দ্র চাহাল টিম সাউদি, নাথান কুল্টার নাইলকে ধরে রেখেছে রয়্যাল ফ্র্যাঞ্চাইজি৷ অভিজ্ঞতার সঙ্গে এবার তারুণের সংমিশ্রণ রয়েছে দলে৷ রঞ্জি ট্রফিতে ভদোররার বিরুদ্ধে এক ওভারে পাঁচ ছক্কার মালিক শিভম দুবেকে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স৷ ২৫ বছরের এই মারকুটে ব্যাটসম্যান দলের প্রত্যাশা বাড়িয়েছে৷

শহর ছাড়ার আগের দিন স্ত্রী অনুষ্কার সঙ্গে ভাইচুয়াল ক্রিকেট গেমে অংশ নিতে দেখা গিয়েছে বিরাটকে৷ ছিলেন সতীর্থ পার্থিব প্যাটেল ও উমেশ যাদব৷ সেই ভিডিও সোশাল মিডিয়া আপলোড করেন রয়্যাল ক্যাপ্টেন৷ ভিডিটি-তে দেখা যায় ভাইচুয়াল হেডসেট ও সেন্সর ব্যাট নিয়ে ব্যাটি করতে দেখা গিয়েছে বিরাটকে৷

আর দু’বছরের নির্বাসন কাটিয়ে আইপিএল মঞ্চে ফিরেই গতবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস৷ সিএসকে-কে তিনবার চ্যাম্পিয়ন করেছেন মহেন্দ্র সিং ধোনি৷ প্রত্যাশামতই সুপার কিংসকে এবারও নেতৃত্ব দেবেন ধোনি৷ অর্থাৎ দ্বাদশ আইপিএলে উদ্বোধনী ম্যাচ হল ধোনি-বিরাটের নেতৃত্বের লড়াইও৷

উদ্বোধনী অনুষ্ঠানের পর উদ্বোধনী ম্যাচেও মহৎ উদ্যোগে সামিল আইপিএল৷ চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। আয়োজক হিসেবে উদ্বোধনী ম্যাচে টিকিট বিক্রির সংগৃহীত অর্থ পুলওয়ামায় শহিদ সিআরপিএফ জওয়ান পরিবারের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিল চেন্নাই ফ্র্যাঞ্চাইজি। এর আগে শহিদ জওয়ানের পরিবারকে সাহয্য করতে এবার আইপিএল উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড৷ ২০ কোটি দেওয়ার কথা ঘোষণা করেছে বিসিসিআই৷ তবে শনিবার চিপকে উদ্বোধনী ম্যাচের আগে পারফর্ম করতে দেখা যাবে মিলিটারি ব্র্যান্ডকে৷ তার পরই চিপকের বাইশ গজে শুরু হবে ধোনি-বিরাটের লড়াই৷

https://www.instagram.com/p/BvQmsSXgiuk/?utm_source=ig_embed

Print Friendly

Related Posts