‘রানী রাসমণি’র বাবু রাজচন্দ্রও গোপালগঞ্জের ছেলে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ এর আগে কলকাতার জিবাংলা চ্যানেলের সারেগামাপা-তে হইচই ফেলে দেওয়া নোবেলকে গোপালগঞ্জের ছেলে বলে জানতাম। এবার দেখছি তুমুল জনপ্রিয় সিরিয়াল ‘রানী রাসমণি’র বাবু রাজচন্দ্র দাসই বাংলাদেশের ছেলে। যার নাম গাজী আব্দুন নূর।

খুলনা বাগেরহাটের ছোট্ট শহর মোল্লারহাটের মুক্তিযোদ্ধা মান্নান গাজীর চুপচাপ গোছের পড়ুয়া ছেলেটি বৃত্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সুখ্যাত রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়ে ওপার বাংলায় রীতিমত হইচই ফেলে দিয়েছে।

গাজী আব্দুন নূর আট ভাই বোনের মধ্যে সপ্তম। বাবা তৎকালীন রাইফেলসে চাকরি করতেন, ছিলেন মুক্তিযোদ্ধা। শুধু বাবা নয়, স্বাধীনতার জন্য নুরের মাও করেছেন মুক্তিযুদ্ধ। জন্ম বাগেরহাটে হলেও বেড়ে ওঠা মামার বাড়ি গোপালগঞ্জের মধুমতির পাড়ে। তবে নূর বাবাকে হারিয়েছে খুব ছোট বয়সে।

প্রথমে পড়াশোনার জন্য, এখন অভিনয়ের জন্য বাংলাদেশের পাসপোর্ট নিয়েই কলকাতায় কাজ করে যাওয়া নূর ভালো কাজ পেলে নিজের দেশে কাজ করতে চান। ইতোমধ্যে নার্গিস আকতারের পরিচালনায় নাট্যকার সেলিম আল দ্বীনের ‘যৈবতী কন্যার মন’ সিনেমায় অভিনয় করেছেন। ছবিটি বড় পর্দায় মুক্তির অপেক্ষায় রয়েছে।

পশ্চিমবঙ্গে বড় পর্দায় কাজ নিয়ে চলছে কথাবার্তা। নূরের আশা চন্দ্র দাস ইমেজ ভাঙতে কমার্শিয়াল কিংবা প্যারালাল যে কোন ছবিতে কাজ করবেন তিনি। তবে বুঝে শুনে। কারণ সব সময় খিদেটা ভালো কাজের। নিজের দেশের নাটক নিয়ে গর্বের শেষ নেই নূরের। ছোট পর্দার দাপটে অভিনেতা মোশাররফ করিমের অন্ধভক্ত নুর।

https://www.youtube.com/watch?v=OrqdWrMAD0E

Print Friendly

Related Posts