বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগলের ডুডল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিশেষ ডুডল তৈরি করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। সোমবার রাত ১২টার পর থেকেই এই ডুডলটি দেখা যাচ্ছে গুগলের হোম পেজে।

লাল-সবুজ রঙ ব্যবহার করে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়েছে ডুডলটি। এতে দেখা যায়, লাল-সবুজ ব্যাকগ্রাউন্ডে সাদা রঙে গুগল লেখা। এর উপরে তিনটি নৌকা নিয়ে তিন মাঝির ছবি। বৈঠা দিয়ে নৌকা বাইছেন তারা। দুটি নৌকায় মাঝির সঙ্গে বিভিন্ন পণ্য ও অপর নৌকাটিতে শুধু মাঝিকে দেখা যায়।

ডুডলে ক্লিক করলে বাংলাদেশের স্বাধীনতা দিবসের ইতিহাস এবং এ সম্পর্কিত ওয়েবসাইটগুলো দেখাচ্ছে গুগল।

বিভিন্ন ব্যক্তিকে স্মরণ ও বিভিন্ন জাতির বিশেষ দিন উপলক্ষে গুগল ডুডল প্রকাশ করে থাকে। বাংলাদেশের বিভিন্ন দিবস ও ব্যক্তির স্মরণে গুগল এখন নিয়মিত নানা ডুডল প্রকাশ করছে।

Print Friendly

Related Posts