বনানীর পর রাজধানীতে আরো ৫টি অগ্নিকান্ড

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বনানীর এফআর টাওয়ারের ভয়াবহ অগ্নিকান্ডের পর রাজধানীতে আরো ৫টি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুন: শনিবার ভোরে রাজধানীর গুলশানে ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০ ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকাণ্ডে দুই শতাধিক দোকান পুড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

তারা বলছেন, আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে দোকান, পুড়েছে দোকানের মালামাল আর তাদের স্বপ্ন। ২০১৭ সালে এই মার্কেটে আগুন লেগেছিল। সেই ক্ষতি পুষিয়ে ওঠার আগে ফের ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ীরা তা মানতে পারছেন না। অনেকে সর্বস্ব হারিয়ে বিলাপ করছেন।

কাঁচাবাজারের একটি কনফেকশনারী দোকানের মালিক মো. নজরুল ইসলাম  বলেন, পুরো কাঁচাবাজারের কোনো দোকানই অবশিষ্ট নেই। বাজারের ২৯২টি দোকানের মধ্যে ৮১টি দোকান কিছুদিন আগে ডিএনসিসি মার্কেটের পার্কিংয়ে সরিয়ে নেয়া হয়েছিল। বাকি ২১১টি দোকানের সবগুলোই আগুনে পুড়ে গেছে।

গুলশানে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ভবনে আগুন: রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটে আগুনের পরই আগুন লাগার ঘটনা ঘটেছে গুলশান-২ এর ডেল্টা লাইফ ইন্সুরেন্স ভবনে। তবে সুউচ্চ ভবনটির পঞ্চম তলায় লাগা আগুন অল্প সময়েই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।

শনিবার বিকাল ৩টা ৫০মিনিটের দিকে আগুন লেগেছিল। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলেও ভবনটির নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নিভিয়ে ফেলা হয়।

জানা যায়, ডেল্টা লাইফের চার তলায় অস্ট্রিয়া, ডেনমার্ক ও সুইডেনের ভিসা সেন্টার অফিস। সেই ফ্লোরের উত্তর দিকের একটি স্টোর রুমের লাইট বিস্ফোরিত হয়।ভবনটির নিজস্ব হাইড্রেন্ট ও ফায়ার ফাইটিং ইউনিট দিয়ে আগুন নেভানো হয়।

ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন: শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির ১১/এ নম্বর সড়কের ৬৩ নম্বর বাড়িতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার কামরুল হাসান জানান, আগুন লাগার তথ্য পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজধানীর মগবাজারে আগুন: রাজধানীর ধানমণ্ডির পর এবার মগবাজারের মধুবাগে পাঁচতলা একটি বাসার তৃতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার পর মধুবাগের আমতলা এলাকার ২৭৭/এ নম্বর বাসায় আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়।

তেজগাঁও ফায়ার স্টেশনের টেলিফোন ওপারেটর ফায়ারম্যান মো. রবিন বলেন, ‘আগুনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে আমাদের দুটি ইউনিট ছুটে যায়। কিন্তু আমাদের লোক পৌঁছানোর আগেই বাড়ির মানুষজন আগুন নিভিয়ে ফেলে।’ শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান তিনি।

পুলিশ প্লাজায় আগুন: রোববার সকাল ১০টা ৬মিনিটে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন পুলিশ প্লাজায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগেই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, ‘ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়। তবে ফায়ার সার্ভিসের লোকজন পৌঁছানোর আগে নিজেরাই আগুন নিভিয়ে ফেলেছেন স্থানীয়রা। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুনের কারণ এখনো জানা যায়নি। ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।’

 

Print Friendly

Related Posts