কালবৈশাখী ঝড়, রাজধানীতে প্রাণ গেল দুজনের

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ কালবৈশাখী ঝড়ের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় রাস্তার ওপর গাছপালা ভেঙে পড়েছে। ঝড়ের সময় পল্টনের একটি ভবন থেকে ইট পড়ে এক চায়ের দোকানী ও সংসদ ভবন এলাকায় এক নারী নিহত হয়েছেন।

আজ রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে রাজধানী ‍জুড়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাত শুরু হয়। সেই ঝড় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দিকে থেমে যায়। তবে এখনো রাজধানীর কোথাও কোথাও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে।

ঝড়ে পল্টনে নিহত চায়ের দোকানীর নাম মো. হানিফ (৪৫)। সংসদ ভবনে নিহত নারীর পরিচয় জানা যায়নি।

রাজধানীর রমনা এলাকার এক পথচারী জানান, রমনা পার্কের রাস্তায় হঠাৎ ঝড়ে দুটি প্রাইভেট কার ও দুটি সিএনজির ওপরে গাছ ভেঙে পড়েছে। তবে সেখানে কোনো প্রানহানি হয়নি।

আজিমপুর থেকে খাজা শিকদার নামের এক ব্যক্তি জানান, ঝড়ের সময় গাছ পড়ে ইডেন কলেজের সামনের মেইন রোড বন্ধ হয়ে যায়।

পল্টন থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার বলেন, কালবৈশাখী ঝড়ে পল্টনে হানিফ নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তার সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

এদিকে কালবৈশাখী ঝড়ে রাজধানীর মিরপুর, মোহাম্মদপুরসহ বেশ কিছু এলাকার সড়কে পানি জমে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ কারণে অনেক সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন নগরবাসী।

Print Friendly

Related Posts