রবি’র মাই স্পোর্টসে আইপিএল

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বিশ্বের অন্যতম উত্তেজনাপূর্ণ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সবগুলো ম্যাচের লাইভ স্ট্রিমিং সেবা প্রদান করছে রবি’র ডিজিটাল স্পোর্টস এন্টারটেইনমেন্ট প্লাটফর্ম মাই স্পোর্টস। মাই স্পোর্টস হাতে থাকলে ট্র্যাফিক জ্যাম বা অন্য কোন কারণেই আইপিএল’র আর কোন মুহুর্ত দেখা থেকে বঞ্চিত হবেন না রবির গ্রাহকরা।

মাই স্পোর্টসের গ্রাহকরা এসএমএস, ওয়াপ, আইভিআর ও মোবাইল অ্যাপের (অ্যান্ড্রয়েড ও আইওএস) মাধ্যমে প্লাটফর্মটি উপভোগ করতে পারবেন। গ্রাহকরা এই চ্যানেলগুলোর যেটি ব্যবহার করেই সেবাটি গ্রহণ করুন না কেন চার্জ একটি নির্দিষ্ট মাধ্যমেই নেয়া হবে। সাবস্ক্রিপশন চার্জ ও ডেটা চার্জ ছাড়া মাই স্পোর্টসের কনটেন্টের জন্য আলাদা আলাদা চার্জ প্রদান করতে হবেনা।

ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ দৈনিক ২ টাকা ৪৪ পয়সা, ৫ দিনের জন্য ৬ টাকা ০৯ পয়সা এবং ১৪ দিনের সাবস্ক্রিপশনের জন্য ১৪ টাকা ৬১ পয়সা চার্জ প্রদান করতে হবে।

রবির গ্রাহকরা ৫০০ এমবি’র বিশেষ মাই স্পোর্টস ডেটা প্যাক কিনতে পারবেন। এক্ষেত্রে ডেটার মেয়াদ হবে তিন দিন যা যে কোন কাজে ব্যবহার করা যাবে এবং এক দিনের জন্য বিনামূল্যে মাই স্পোর্টস’র সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। বিশেষ এই প্যাকের মূল্য ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ ২৭ টাকা। আইপিএল ভক্ত যারা কোন নির্দিষ্ট একটি ম্যাচ দেখা বাদ দিতে চাননা তাদের জন্য এ অফারটি উপযোগী।

রবির গ্রাহকরা ৫ জিবি’র বিশেষ মাই স্পোর্টস ডেটা প্যাকও কিনতে পারবেন। এক্ষেত্রে ডেটার মেয়াদ হবে সাত দিন যা যে কোন কাজে ব্যবহার করা যাবে এবং সাত দিনের জন্য বিনামূল্যে মাই স্পোর্টস’র সাবস্ক্রিপশন গ্রহণ করতে পারবেন গ্রাহকরা। বিশেষ এই প্যাকের মূল্য ভ্যাট, সারচার্জ ও সম্পূরক শুল্কসহ ১৪৭ টাকা।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা http://bit.ly/2FxJQfu এবং আইওএস ব্যবহারকারীরা https://apple.co/2KrzfkI লিঙ্কটি থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। ওয়াপ সাইটের জন্য- www.mysports.com.bd এবং ২২২২২ ডায়াল করে আইভিআর চ্যানেল থেকে সেবাটি গ্রহণ করা যাবে।

Print Friendly

Related Posts