ক্লাস চলাকালে শিক্ষার্থীদের মাথায় ভেঙ্গে পড়ল স্কুল!

ইফতেখার শাহীন, বরগুনা : বরগুনার তালতলীতে ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রেড ভীম ভেঙ্গে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানসুরা বেগম (৮) নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো ৩ শিক্ষার্থী।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মানসুরার বাবার নাম নজির হোসেন তালুকদার। বাড়ী বরগুনা জেলার তালতলী উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামে।

Untitle-1

পিকে মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাকির হোসেন চুন্নু জানিয়েছেন, তিন কক্ষের একতলা বিশিষ্ট বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মান করা হয়। ভবনটি নির্মান করেন বরগুনা-১ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন।

ভবনটি নির্মানের এক বছরের মধ্যেই গ্রেড ভীমে ফাটল ধরেছিলো। শনিবার ক্লাস চলাকালে বেলা সাড়ে ১২ টার দিকে গ্রেড ভীম ভেঙ্গে ৫ জন শিক্ষার্থী আহত হয়। মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মানসুরা বেগমকে হাসপাতালে নেয়ার আগেই মারা যায়। রুমা আক্তার ইসমাইল হোসেনসহ আহত ৩ শিক্ষার্থীকে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আমতলী থানার ওসি আবুল বাশার জানিয়েছেন, নিহত মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছেন, তবে তারা অনেকটা আশংকামুক্ত।

Print Friendly

Related Posts