জয়নাল আবেদীন প্রধান তথ্য কর্মকর্তা হলেন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ প্রধান তথ্য কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন মো. জয়নাল আবেীন। আজ সোমবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাকে এ নিয়োগ দেওয়া হয়।

বিসিএস তথ্য সাধারণ ক্যাডারের ৮৪ ব্যাচের কর্মকর্তা জয়নাল আবেদীন। এর আগে তিনি রাষ্ট্রপ্রতির প্রেসসচিবের দায়িত্ব পালন করছিলেন।

কর্মজীবনে জয়নাল আবেদীন তথ্য অধিদপ্তরের অতিরিক্ত প্রধান তথ্য কর্মকর্তা, জাতীয় সংসদের পরিচালকসহ (গণসংযোগ) বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

২০১৮ সালের ৫ জুলাই রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় তথ্য ক্যাডারের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে গ্রেড-১ পদে নিয়োগ দিয়ে আদেশ জারি করে সরকার। আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা মো. জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় গ্রেড-১ পদে নিয়োগ করা হলো। প্রশাসনের সর্বোচ্চ ক্যাডার সচিব এবং সমমর্যাদার কর্মকর্তারা গ্রেড-১ পদে বেতন-ভাতাদি পেয়ে থাকেন।

Print Friendly

Related Posts