হায়দরাবাদকে উড়িয়ে তৃতীয় স্থানে পাঞ্জাব

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ মোহালিতে টান টান টি-টোয়েন্টির উন্মাদনা। তবে কাজে এল না ডেভিড ওয়ার্নারের অপরাজিত অর্ধশতরানের লড়াই। কেএল রাহুল-মায়াঙ্ক আগরওয়াল জুটিই জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেয় পাঞ্জাবকে।

৬ উইকেটে হায়দরাবাদকে হারিয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল প্রীতির পাঞ্জাব।

টস জিতে প্রথমে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেন পঞ্জাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন। শুরুতেই জনি বেয়ারস্টোকে তুলে নিয়ে হায়দরাবাদ শিবিরে আঘাত হানেন মুজিব উর রহমান। এরপর অবশ্য বিজয় শঙ্করকে সঙ্গে নিয়ে এগিয়ে যান ডেভিড ওয়ার্নার। শঙ্কর ২৬ রানে আউট হন। ১২ রানে আউট হলেন মহম্মদ নবি। মনীশ পাণ্ডে ১৯ রান করেন। ৬২ বলে ৭০ রানে অপরাজিত থাকেন ওয়ার্নার। ৩ বলে ১৪ রান করে হায়দরাবাদের রানকে ১৫০-এর গণ্ডি ছোঁয়ান দীপক হুডা।

পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট নেন মুজিব, শামি ও অশ্বিন।

১৫১ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই গেইল ঝড়ের ইঙ্গিত দিলেও রশিদ খানের বলে ১৬ রানে সাজঘরে ফিরে যান। এরপর  কেএল রাহুল এবং মায়াঙ্ক আগরওয়াল জুটি টানতে থাকে পাঞ্জাবকে। রাহুল-মায়াঙ্কের শতরানের পার্টনারশিপই পাঞ্জাবকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ৫৫ রানে আউট হন মায়াঙ্ক।

এরপর মাত্র ১ রানে ফিরে গেলেন ডেভিড মিলার। জোড়া ধাক্কা দেন সন্দীপ শর্মা। মনদীপ সিংকে ২ রানে ফিরিয়ে দিয়ে ম্যাচ জমিয়ে দেন সিদ্ধার্থ কৌল। ৭১ রানে অপরাজিত থাকেন কেএল রাহুল। এক বল বাকি থাকতে ৪ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয় পাঞ্জাব।

Print Friendly

Related Posts