বাংলাদেশ নারী সাংবাদিক সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আজ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ দেশে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের প্রিয় সংগঠন বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস) এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী আগামীকাল ১০ এপ্রিল।

এ উপলক্ষে সকাল ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় ও নৃত্যকলা মিলনায়তনে (২য় তলা) আলোকিত নারীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদানের আয়োজন করা হয়েছে।

বানাসাস এর  সভাপতি নাছিমা আক্তার সোমা ও সাধারণ সম্পাদক আনজুমান আরা শিল্পী এক বিবৃতিতে জানান, প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোকিত নারী সম্মাননা ২০১৯ পাচ্ছেন যথাক্রমে:
১. মানবাধিকার রক্ষায় বিশেষ অবদানের জন্য- শেখ মুন্নি    ২. শ্রেষ্ঠ অভিনেত্রী অপু বিশ্বাস   ৩. শ্রেষ্ঠ গায়িকা – ফেরদৌস আরা  ৪.  সাংবাদিকতায় – ফরিদা ইয়াসমীন   ৫. আজীবন সম্মাননা চলচ্চিত্রে বিশেষ অবদান রাখায় -শবনম   ৬. চিকিৎসায়: ইউনিভার্সিটি ফিস্টুলা সেন্টার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।

Print Friendly

Related Posts