ধামরাইয়ে ফুড কারখানাকে চার লক্ষ টাকা জরিমানা

রাসেল হোসেন, ধামরাই: ধামরাইয়ের ঢুলিভিটায় সিজি ফুড বাংলাদেশ লিমিটেড  নামে একটি কারখানায় ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা  আবুল কালাম আজাদের নেতৃত্বে  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাহিদ হাসানকে সাথে নিয়ে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন। কারখানা মালিক সঞ্জয় ও আরিফুজ্জামান দুইজনকে এই আর্থিক জরিমানা করা হয়।
ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কামাল আজাদ জানান, অনুমোদনবিহীন পণ্য তৈরি অভিযোগে সিজি ফুড বাংলাদেশ নামে একটি কারখানায় অভিযান চালানো হয়। এসময় দেখা যায়, তাদের নুডুস তৈরি অনুমোদন রয়েছে। কিন্তু ভুজিয়া (চানাচুরের মতো খাবার) নামে একটি খাদ্য তৈরি অনুমোদন নেই। এ ছাড়া তাদের খাবার তৈরি কাঁচামালগুলোর মেয়াদ নেই। তাই খাদ্য নিরাপত্তা আইন অনুযায়ী ২০১৩ এর ৩২(ক) ধারায় কারখানার দুই মালিককে ২ লাখ করে মোট ৪ লাখ টাকা আর্থিক জরিমানা করা হয়। অনাদায়ে ৩ মাসের জেল। । জরিমানা পরিশোধ করায় তাদের ছেড়ে দেওয়া হয়।
Print Friendly

Related Posts