এইচএসসি ও আলিম পরীক্ষার সূচিতে পরিবর্তন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চলমান ২০১৯ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

এইচএসসি পরীক্ষার পাঁচ বিষয়ের পূর্ব প্রকাশিত সময় সূচির পরিবর্তন করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নতুন সূচি প্রকাশ করা হয়েছে।

নতুন সূচি অনুযায়ী, ১৭ এপ্রিলের পরীক্ষা হবে ৯ মে, ১৮ এপ্রিলের পরীক্ষা ১১ মে ও ২২ এপ্রিলের পরীক্ষা হবে ১২ মে। এছাড়া ৪ মে ও ৬ মে-এর পরীক্ষা একই দিন সকালের পরিবর্তে বেলা ২টা থেকে নেওয়া হবে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, পবিত্র শবেবরাতের কারণে ২২ এপ্রিলের পরীক্ষা পেছানো হয়েছে। বাকিগুলো পরীক্ষায় সমন্বয় করার জন্য পরিবর্তন করা হয়েছে।

অন্যদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীন আলিম পরীক্ষার বাংলা ১ম পত্রের সময়সূচি পরিবর্তন হয়েছে। মাদ্রাসা শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য প্রকাশ করা হয়।

এতে উল্লেখ করা হয়, পবিত্র শবে বরাতের তারিখ পরিবর্তন হওয়ায় আলিমের ২২ এপ্রিলের বাংলা ১ম পত্রের পরীক্ষা ২৩ এপ্রিল নেওয়া হবে।

ওইদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ পরীক্ষা।

Print Friendly

Related Posts