মোদীই ফের ক্ষমতায় আসুন, চাইছেন ইমরান খান

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ লোকসভা নির্বাচনকে ঘিরে দেশের পারদ চড়ছে৷ সেই সঙ্গে পারদ চড়ছে পাকিস্তানেও৷ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাম্প্রতিক বক্তব্য থেকে এমনটাই প্রকাশ পেয়েছে৷ এনডিটিভি সংবাদ মাধ্যমে প্রকাশিত এক খবর থেকে জানা গিয়েছে, এক সাংবাদিকের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান বলেন, লোকসভা নির্বাচনের ফলাফলে নরেন্দ্র মোদী জয়ী হয়ে ফের প্রধানমন্ত্রীর আসনে বসলে তবে কাশ্মীর নিয়ে একটা আলোচনার পথে আসা সম্ভবপর হবে৷

তিনি এও জানিয়েছেন, বিজেপি না এসে যদি ক্ষমতায় কংগ্রেস আসে তাহলে কাস্মীর সমস্য়ার কোনও সমাধান হবে না, বিষয়টি আরও স্পর্শকাতর হয়ে উঠতে পারে৷ তাঁর মতে, আফগানিস্তান, ভারত, ইরান, এই প্রতিবেশী দেশগুলির সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান পাকিস্তান এবং পাক নাগরিকদের জন্য খুবই প্রয়োজনীয়৷

পাক প্রধানমন্ত্রী ইমরান বলেন, “নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর দল জিতলে কাশ্মীর ইস্যুতে দু’দেশের মধ্যে ফের শান্তি আলোচনা শুরুর সম্ভাবনা আর তা ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা বেশি।” এইটুকু বলেই থামলেন না। উল্টোটা হলে কী হতে পারে, তাও জানালেন। ইমরানের কথায়, “ভোটে জিতে কংগ্রেস ক্ষমতায় এলে কাশ্মীর সমস্যা যে তিমিরে ছিল, সেই তিমিরেই থাকবে। কারণ, দক্ষিণপন্থীরা হইচই বাধাবেন এই ভয়ে কাশ্মীর সমস্যা মেটাতে কংগ্রেস ততটা এগোবে না। যেটা একমাত্র সম্ভব, যদি বিজেপির মতো কোনও দক্ষিণপন্থী দল ক্ষমতায় আসে।”

অন্যদিকে, পাক বিদেশমন্ত্রী সাহ মেহমুদ কুরেশি রবিবার বলেন, চলতি মাসেই পাকিস্তানে ফের একবার ভারত স্ট্রাইক করতে পারে৷

উল্লেখ্য, দেশে সাধারণ নির্বাচন শুরু হতে চলেছে বৃহস্পতিবার ১১ এপ্রিল থেকে৷ যার ফলাফল ঘোষিত হবে ২৩ মে৷

Print Friendly

Related Posts