ইসলামী আন্দোলনের তেজগাঁও থানা সম্মেলন অনুষ্ঠিত

রমজান মাস না আসতেই সিন্ডিকেটগুলো সক্রিয় : প্রিন্সিপাল মাসউদ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, আইনের শাসন না থাকায় দেশব্যাপী এক ভয়ঙ্কর অরাজক পরিস্থিতি বিদ্যমান। তিনি বলেন, প্রতিদিন নারী ও শিশু নির্যাতন ও খুন হচ্ছে। দেশময় যৌন নিপীড়নের মহামারি আকার ধারণ করেছে। অপরদিকে রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে। রমজান মাস না আসতেই সিন্ডিকেটগুলো সক্রিয় হয়ে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে।

রোববার বিকেলে রাজধানীর কাওরান বাজারস্থ নিউ নবান্ন রেস্টুরেন্টে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশ তেজগাঁও থানা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা সভাপতি আলহাজ্ব আবুল কাশেমের সভাপতিত্বে এবং সেক্রেটারী মোহাম্মদ ইলিয়াস হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর উত্তর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন, প্রচার সম্পাদক মুফতী মাছউদুর রহমান। বক্তব্য রাখেন হাফেজ আবুল হোসেন, মুহা. শামীম হোসেন, যুবনেতা ইকবাল হোসেন, ছাত্রনেতা মুহা. ইসহাক খান।

প্রিন্সিপাল মাসউদ বলেন, ইতোপূর্বে সকল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। মানবতা ও মানবিক মূল্যবোধের অভাবে এবং সরকার নিজ স্বার্থে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের ফলে দেশের মানুষ সর্বদা এক অজানা আশঙ্কায় আতঙ্কিত জীবন অতিবাহিত করছে। সম্মেলনে আলহাজ্ব আবুল কাশেম সভাপতি এবং মোহাম্মদ ইলিয়াস হোসাইন পূনঃ নির্বাচিত হন। বিজ্ঞপ্তি

Print Friendly

Related Posts