তেত্রিশ যুগেও কেউ কথা রাখবে না সুনীল বাবু

শওকত ওসমান

 

পুরুষরা মূলত বোহেমিয়ান হয়
আর বোহিমিয়ানদের চোখে
রঙবেরঙের রূপ দর্শনের স্বপ্ন থাকে
বিত্ত বৈভব নয়
অপরূপ সৌন্দর্য খোঁজার
অনন্ত তাড়না থাকে তার
তাই তাকে নিতে হয় বহুচারিতার দায়
এককথায় তাকে বলা হয়
দায়িত্ব জ্ঞানহীন
অঙ্গুলির নির্দেশ থাকে তার দিকে সর্বদা
প্রাকৃতিকভাবে
রূপের প্রতি দুর্বলতাই পুরুষকে এমন
অবিশ্বস্ত করে তুলেছে –

 

রূপসি বোষ্টমি
গানের অন্তরা সঞ্চারি আভোগ না শুনিয়ে
শুধু মুখড়া শুনিয়ে বললো
কোন এক চাঁদের আলোর চাঁদোয়ায় এসে
বাকিটা শুনিয়ে যাবে সে
পঁচিশ বছর কেটে গেলো অপেক্ষায়
এমন পুরুষরাই পারে
রাস উৎসবে
সুবর্ণ কঙ্কণ পরা ফর্সা রমণীরা
বোহেমিয়ানের দিকে তাঁকাবে না কখনো
বুকের মধ্যে সুগন্ধি রূমাল রাখা নারী
নানান কথা গানে রঙধনু আঁকবে সত্যি
১০৮ নীলপদ্মও সে নেবে নিজ হাতে
মস্করা করবে
কিন্তু আস্কারা দেবেনা বোহেমিয়ানকে কখনো –

000

 

নারী রূপ খোঁজে না কোন পুরুষের
তারা খোঁজে বিত্ত বৈভব
মেধা শক্তি আর ক্ষমতা
ক্ষমতার মধ্যে এখন
অর্থ আর রাজনৈতিক বলয় অন্যতম
কবিতা জীবনের মননকে উন্নত করে ঠিক
তবে নিরাপত্তা দিতে পারে না
নিরাপত্তার জন্য চাই ক্ষমতার মমতা
ওখানে প্রেমের বলি হয়
ভালবাসার কোরবানি হয়
সকাল বিকেল তবু চলে সমাজ সংসার
সূর্য চাঁদও ওঠে আর ডোবে
এটাই প্রকৃতি
তাই কেউ কথা রাখে না
প্রয়োজনে অপ্রয়োজনে
মিথ্যা বলে অহরহ নির্বিচারে
ক্ষমতার মমতায় নিরাপদ থাকার জন্য
এমন করতেই হয়
কবিতার উৎকর্ষতায় গোপনে গোপনে
চোখের পানিতে তাদের বালিশ ভেজে হয়তো
তবু কেউ কথা রাখে না
তেত্রিশ বছর কেন তেত্রিশ যুগেও
ওরা কথা রাখে না
মরা নক্ষত্রের মতো এসব মেনেই
পৃথিবীতে আমাদের চলতে হয় সুনীল বাবু -।

 

১৮ এপ্রিল ২০১৯ বাংলাদেশ।

Print Friendly

Related Posts