মালিবাগ কাঁচাবাজারের আগুনে পুড়ল গরু-ছাগলও

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাজধানীর মালিবাগ কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে বাজারের প্রায় ২৫০ দোকান। বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুয়েল আহমদ।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পুড়ে গেছে বাজারে প্রায় ২৫০ দোকান।  ক্ষতিগ্রস্তের শিকার এক দোকানদার বলেন, পাশের পলিথিনের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ভোর ৫টার দিকে। এর পরই অন্য দোকানে আগুন ছড়িয়ে পড়ে।

তবে আগুন নিয়ন্ত্রণে আসার আগেই মালিবাগ কাঁচাবাজারের অধিকাংশ দোকান পুড়েছে। আগুনে দোকানোর মধ্যে থাকা মাছ কিংবা গরু-ছাগলও পুড়েছে।

এর আগে, রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার কুতুবখালী এলাকায় একটি মাদ্রাসা ভবনে আগুন লাগে। রাত ১২টার দিকে লাগা ওই আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট রাত ১টার পর নিয়ন্ত্রণে আনে।

Print Friendly

Related Posts