তালার সাংবাদিক জুলফিকার রায়হান’র শারীরিক অবস্থার উন্নতি

তালা প্রতিনিধি: দৈনিক সংবাদ ও দৈনিক প্রবাহ’র তালা উপজেলা প্রতিনিধি, তালা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি গত এক সপ্তাহ ধরে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এখানে বিশেষজ্ঞ ডাক্তারদের আন্তরিক চিকিৎসায় তাঁর শারীরিক অবস্থার বেশ উন্নতি হচ্ছে।

এবিষয়ে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. রওশন দায়েমী জানান, সাংবাদিক জুলফিকার রায়হান এর শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। তিনি বলেন, আগামী ২/৩দিনের চিকিৎসায় মোটামুটি সুস্থ হয়ে তিনি বাড়িতে ফিরতে পারবেন।

এদিকে চিকিৎসাধিন বিশিষ্ট গণমাধ্যম কর্মী বি.এম. জুলফিকার রায়হান’র সার্বিক অবস্থার খবর জানতে দফায় দফায় হাসপাতালে যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, ভূমিজ ফাউন্ডেশন পরিচালক অচিন্ত্য সাহা, মুক্তি ফাউন্ডেশন পরিচালক গোবিন্দ ঘোষ, জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান ও মুরশিদা পারভীন পাপড়ি, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও খেশরা ইউপি’র সাবেক চেয়ারম্যান এম. এম. ফজলুল হক, তালা প্রেস ক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম।

উল্লেখ্য, গত ১৫ এপ্রিল বিকালে খলিশখালীর মধ্যদিয়ে মটরবাইকযোগে সাংবাদিক রায়হান পাটকেলঘাটা যাচ্ছিলেন। পথিমধ্যে খলিশখালি বাজার পার হবার পর এক মানসিক প্রতিবন্ধি নারী আকস্মিক মটরসাইকেল এর সামনে এসে পড়ে। এসময় তাকে রক্ষা করতে যেয়ে সাংবাদিক রায়হান দূর্ঘটনার শিকার হন। দূর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন এবং মটরসাইকেলটি ক্ষতিগ্রস্থ হয়। তবে, মানসিক প্রতিবন্ধী ওই নারী আহত হননি।
দূর্ঘটনায় আক্রান্ত হলে তাৎক্ষণিক পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় ডা. গিয়াস উদ্দীন’র ক্লিনিকে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসা হয়। এখানে একাধিক বিশেষজ্ঞ ডাক্তার’র আন্তরিক প্রচেষ্টায় প্রায় ৩ ঘন্টা পর জ্ঞান ফিরে পায় সাংবাদিক রায়হান।

Print Friendly

Related Posts