গুগলের ডুডলে রোজী আফসারী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অভিনেত্রী রোজী আফসারীর ৭৩তম জন্মদিন আজ। তার জন্মদিনে বিশেষ ডুডল প্রকাশ করেছে ইন্টারনেট সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল।

রোজি আফসারী যিনি রোজী সামাদ নামেও পরিচিত। তিনি ১৯৬৪ সালে অভিনয় শুরু করেন এবং ২০০৫ সালে তার সর্বশেষ চলচ্চিত্র মুক্তি পায়।

রোজি আফসারী অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে সূর্য গ্রহণ, সূর্য সংগ্রাম, জীবন থেকে নেওয়া, তিতাস একটি নদীর নাম।

১৯৬২ সালে আব্দুল জব্বার খান পরিচালিত জোয়ার এলো দিয়ে শুরু তার সিনেমায় কাজ করা। তবে প্রথম খ্যাতি অর্জন করেন নারায়ণ ঘোষ মিতা পরিচালিত আলোর মিছিল চলচ্চিত্রে অভিনয় করে। প্রায় ৪ দশক ধরে তিনি প্রায় ৩৫০টি চলচ্চিত্রে অভিনয় করেন। এর মধ্যে পাকিস্তানের ‘জাগে হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ প্রায় ২৫টি উর্দু ছবি রয়েছে।

রোজি আফসারীর স্বামী মালেক আফসারী। তিনিও দেশের নামকরা চলচ্চিত্র পরিচালক। বর্তমানে তিনি পাসওয়ার্ড নামের একটি সিনেমা নির্মাণে ব্যস্ত রয়েছেন।

শামীমা আক্তার রোজী ১৯৪৯ সালের ২৩ এপ্রিল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। ২০০৭ সালে মাত্র ৫৭ বছর বয়সে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন।

Print Friendly

Related Posts