লিমনের কথায় গাইলেন ফকির আলমগীর

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ‘ভালোবাসা তুমি ঘামে ভেজা নোনতা কবিতা /ভালোবাসা তুমি আপোষের কাছে বন্দী মানবতা / ভালোবাসা তুমি ক্ষুধার্ত রাতে সখিনার চুম্বন / ভালোবাসা তুমি রোজ রোজ মরে বাঁচার আন্দোলন’ – এমন কথার নতুন গান গাইলেন গণসংগীতের কিংবদন্তী গায়ক ফকির আলমগীর।

রাজধানীর একটি স্টুডিওতে বরেণ্য এই গায়ক বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে নতুন এই গানে কণ্ঠ দিলেন।

‘ভালোবাসা তুমি’ শিরোনামের এই গানটির রচয়িতা তরুণ বিনোদন সাংবাদিক লিমন আহমেদ। গানটি সুরারোপ করেছেন মুরাদ নূর ও সংগীতায়োজনে আছেন অভিজিৎ জিতু।

নতুন গান প্রসঙ্গে ফকির আলমগীর বলেন, ‘দীর্ঘদিন পর বিশেষ দিবসে গান গাইলাম। এই আয়োজনের পুরো কৃতিত্ব মুরাদ নূর ও লিমন আহমেদের। মেহনতি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে ভিন্নধর্মী এই গান তৈরিতে লিমন ও নূরের সমন্বয় আমাকে মুগ্ধ করেছে। গানটি আমি অনেক আবেগ নিয়ে গেয়েছি। শ্রোতাদের ভালো লাগলে তৃপ্তি পাবো।’

লিমন আহমেদ বলেন, ‘আমাদের এই গান বিশ্বের সকল শ্রমিকের প্রতি শ্রদ্ধার নিবেদন। খানিকটা ভিন্ন আঙ্গিকে গানটি তৈরি করা হয়েছে। যেখানে প্রতিটি মানুষ নিজেকে শ্রমিক হিসেবে মূল্যায়ণ করে একে অপরের অধিকার ও প্রাপ্য সম্মানের প্রতি সচেতন থাকার প্রেরণা পাবেন। মুরাদ নূর ভাইকে ধন্যবাদ চমৎকার এই গানের আয়োজন করার জন্য। আর আমাদের গর্ব ফকির আলমগীর। তার কণ্ঠের জন্য এ গান লিখতে পেরে আমি আনন্দিত।’

Print Friendly

Related Posts