মুক্তির আগেই অনলাইনে ফাঁস ‘Avengers Endgame’

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ অ্যাভেঞ্জার্স: এন্ড গেম, সুপারহিরোদের কারনামা দেখতে মুখিয়ে রয়েছেন অ্যাভেঞ্জার্সপ্রেমীরা৷ বহু প্রতীক্ষার পর সুপারহিরোরা ফের বড় পর্দায় আসতে চলেছেন একসঙ্গে৷ কিন্তু সেই প্রতীক্ষার বাঁধ আগেই ভেঙে দিয়ে অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে এই ছবি৷ পাইরেসি ওয়েবসাইট তামিলরকার্সে মুক্তির দুদিন আগেই ছবির ক্যামপ্রিন্ট লিক হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷

অ্যাভেঞ্জার্স: এন্ডগেম হল মার্ভেল কমিকসের সুপারহিরো দল অ্যাভেঞ্জার্সের উপর ভিত্তি করে তৈরি মার্কিন সুপারহিরোদের নিয়ে ছবি, যা মার্ভেল স্টুডিওস দ্বারা প্রযোজিত এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স দ্বারা পরিবেশিত। ছবিতে থানোসের ভূমিকায় রয়েছেন জোশ ব্রোলিন৷

EndGame

অ্যাভেঞ্জার্স: এন্ড গেম -এর আগে, অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ারের ঘটনা অনুযায়ী, “দ্য ডেসিমেশন” নামক একটি ঘটনায় বিশ্বের প্রত্যেক জীবিতদের অর্ধেকই উধাও হয়ে যায়। এই বিপর্যয়ের মুখোমুখি হয়ে বেঁচে থাকা জীবিতদের পাশাপাশি বাকি অ্যাভেঞ্জার্স এবং তাদের সহযোগীদের দলবদ্ধ হয়ে থ্যানোসের মোকাবিলা করবে৷

মুক্তির প্রথম দিনেই গ্লোবালি ১১৮৬ কোটি টাকা চলে এসেছে এই ছবির হাতে৷ চিনে ইতিমধ্যেই রেকর্ড ভেঙে ফেলেছে এটি৷ মুক্তির এক সপ্তাহে পরে কোথায় গিয়ে পৌঁছবে এই সংখ্যা সেটাই দেখার৷

Print Friendly

Related Posts