স্বর্ণালি দিনের কৌতুক অভিনেতা আনিস আর নেই

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ স্বর্ণালি দিনের তারকা সেই কৌতুক অভিনেতা আনিসুর রহমান আনিস আর নেই। আনিসকে বলা হতো ‘হাসির রাজা’। প্রায় হাজার চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের হাসির খোরাক যুগিয়েছেন তিনি।

রবিবার রাত ১১টার দিকে তিনি টিকাটুলীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৮ বছর।

আনিসের জামাই মোহাম্মদ আলাউদ্দিন শিমুল বলেন, রাতে নামাজ পড়ে ঘুমাতে গিয়েছিলেন বাবা (শ্বশুর)। ওখানেই তার স্ট্রোক হয়।

আজ সোমবার সকাল ৯টার দিকে টিকাটুলী জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ জন্মস্থান ফেনীর ছাগলনাইয়া থানার বল্লবপুর গ্রামে নিয়ে যাওয়ার কথা। সেখানে বাদ আসর তাকে সমাহিত করা হবে।

১৯৬০ সালে ‘বিষকন্যা’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে তিনি অভিনেতা হিসেবে চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। কিন্তু ছবিটি মুক্তি পায়নি। ১৯৬৩ সালে মুক্তি পায় আনিস অভিনীত প্রথম ছবি জিল্লুর রহমান পরিচালিত ‘এইতো জীবন’। তারপর থেকে তিনি অভিনয় করেই গেছেন। বাংলাদেশ টেলিভিশনের প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি অভিনয় করেছেন। নবাব সিরাজদ্দৌলা নাটকে গোলাম হোসেন চরিত্রে অভিনয় করে তিনি মঞ্চে ব্যাপক খ্যাতি অর্জন করেছিলেন।

Print Friendly

Related Posts