টাইগারদের বিশ্বকাপ জার্সি

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ইংল্যান্ড এন্ড ওয়েলস বিশ্বকাপে নতুন ডিজাইনের জার্সি পরে নামবে বাংলাদেশ দল। কেমন হবে টাইগারদের সেই জার্সি? সোমবার আনুষ্ঠানিকভাবে মাশরাফী-তামিমদের বিশ্বকাপ জার্সি উন্মুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড- বিসিবি।

বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। তারপরই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড ও বোর্ড কর্মকর্তাদের নিয়ে টাইগারদের নতুন জার্সি উন্মোচন করেন।

ইংল্যান্ডের মাটিতে বিশ্ব আসরে বাংলাদেশ খেলবে দুটি ভিন্ন ডিজাইনের জার্সি গায়ে। একটিতে থাকবে লালের প্রাধান্য, অন্যটি সবুজ। সবুজ জার্সিটি টাইগারদের হোম জার্সি হিসেবে বিবেচিত হবে, লাল জার্সিটি হবে অ্যাওয়ে।

শের-ই-বাংলা স্টেডিয়ামের সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে এদিন শুরুতে বোর্ড সভাপতি অধিনায়ক মাশরাফীর হাতে তার প্রিয় ‘দুই নম্বর’ খচিত সবুজ জার্সি তুলে দেন। পরে বিশ্বকাপ স্কোয়াডের সকলকে নিয়ে ফটোসেশনে অংশ নেন নাজমুল হাসান ও বোর্ডের অন্য কর্মকর্তারা।

tiger-2

সাকিব-মুশফিকদের জন্য বিশ্বকাপ জার্সি তৈরি করেছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। এই জার্সি শিগগিরই পাওয়া যাবে নির্ধারিত আউটলেট-অনলাইনেও। টাইগারদের ম্যাচ জার্সি ছাড়াও পাওয়া যাবে অনুশীলন জার্সি, ক্যাপ।

ম্যাচ জার্সির দাম ধরা হয়েছে ১১৫০ টাকা। অতীতে জাতীয় দলের অফিসিয়াল রেপ্লিকা জার্সি বানানো হত অল্প পরিমাণে। যা সাধারণ ক্রিকেটপ্রেমীদের কাছে পৌঁছাত না। এবার সবার চাহিদা মেটানোর কথা ভেবেছে বিসিবি। অল্পদিনের মধ্যেই বাজারে ছাড়া হবে অফিসিয়াল বিশ্বকাপ জার্সি।

ইংল্যান্ডে বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের জন্য ম্যাচ ভেন্যু থেকেও বাংলাদেশ দলের জার্সি কেনার সুযোগ থাকছে। প্রবাসী দর্শকরা ইংল্যান্ড এন্ড ওয়েলসের নির্দিষ্ট জায়গা থেকে জার্সি সংগ্রহ করতে পারবেন।

আগামী ৩০মে থেকে ১৪ জুলাই, বেশ লম্বা সময়জুড়ে ইংল্যান্ডে চলবে ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের মহাযজ্ঞ। বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচসহ মূল আসরে মাশরাফীর দল মোট ১১টি ম্যাচ খেলার সুযোগ পাবে। সেমিফাইনাল-ফাইনাল খেলতে পারলে আরও দুটি ম্যাচ বাড়বে।

তার আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। স্বাগতিকরা ছাড়াও যেখানে আরেক প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। আগামী ১মে আয়ারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বে টিম টাইগার্স। ত্রিদেশীয় সিরিজ শেষ করেই সরাসরি ইংল্যান্ডে বিশ্বকাপ মিশনে চলে যাবে মাশরাফীর দল।

Print Friendly

Related Posts