দুমকিতে টেকসই উন্নয়ন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষন কর্মশালা

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে স্হানীয় পর্যায় টেকসই উন্নয়ন অভীষ্ট (এস ডি জি) বাস্তবায়ন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভনের্ন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় ইউএনও শংকর কুমার বিশ্বাসের সভপতিত্বে কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মামুনুর রশিদ প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।

এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আল ইমরান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা সণ্জীব কুমার গোস্বামী, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আঃ লতিফ প্যাদা।

কর্মশালায় উপস্হিত ছিলেন শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, মুরাদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ জাফর উল্লাহ, পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর সিকদার, দুমকি প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম জাকির হোসেন হাওলাদার,অর্থ সম্পাদক আবুল হোসেন প্রমুখ।

Print Friendly

Related Posts