দিল্লিকে হারিয়ে ধোনিবাহিনী আবার এক নম্বরে

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ চেন্নাইকে সরিয়ে সাময়িকভাবে লিগ টেবিলের শীর্ষস্থান দখল করেছিল দিল্লি ক্যাপিটালস৷ ঘরের মাঠে দিল্লিকে হারিয়ে এক নম্বরের সিংহাসন ছিন্নিয়ে নিল সিএসকে৷ চিপকে একতরফা লড়াইয়ে শ্রেয়স আইয়ারদের ৮০ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ধোনিবাহিনী৷

টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে ডাকে দিল্লি৷ মন্থর শুরু করলেও শেষদিকে ঝড় তুলে চেন্নাই নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান তোলে৷ অনবদ্য হাফসেঞ্চুরি করেন সুরেশ রায়না৷ স্বাভাবসুলভ আগ্রাসনে দলের ইনিংসে উল্লেখযোগ্য অবদান রাখেন ধোনি৷ বল হাতে নজর কাড়েন সূচিথ৷

জবাবে ব্যাট করতে নেমে ক্যাপিটালস একশোর গণ্ডিও টপকাতে পারেনি৷ ১৬.২ ওভারে মাত্র ৯৯ রানে অলআউট হয়ে যায় দিল্লি৷ শ্রেয়স আইয়ার ছাড়া বলার মতো রান করতে পারেননি দিল্লির আর কোনও ব্যাটসম্যানই৷ সিএসকে’র দুই স্পিনার ইমরান তাহির ও রবীন্দ্র জাদেজার সাঁড়াশি আক্রমণে অসহায় দেখায় দিল্লিকে৷ অবশ্য মহেন্দ্র সিং ধোনির দুরন্ত উইকেটকিপিংকেও কৃতিত্ব দিতে হয় চেন্নাইয়ের জয়ের জন্য৷

চেন্নাই ইনিংসের শুরুটা মনে রাখার মতো হয়নি৷ খাতা খোলার আগেই আউট হন শেন ওয়াটসন৷ ডু’প্লেসি ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৯ রান করলেও খরচ করেন ৪১টি বল৷ তা সত্ত্বেও চেন্নাই দেড়শো রানের গণ্ডি পেরিয়ে যায় সুরেশ রায়নার হাফসেঞ্চুরি ও শেষবেলায় ধোনি-জাদেজার ঝোড়ো ব্যাটিংয়ের জন্য৷

পাওয়ার প্লে’তে ১ উইকেটে মাত্র ২৭ রান, ১০ ওভারে ৫৩/১ এবং ১৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১০২ রান তোলা চেন্নাই শেষ পাঁচ ওভারে চেন্নাই এক উইকেট হারিয়ে ৭৭ রান যোগ করে৷

রায়না ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৫৯ রান করে আউট হন৷ ক্রিজ ছাড়ার আগে স্যার জাদেজা ২টি চার ২টি ছক্কার সাহায্যে ১০ বলে ২৫ রান করেন৷ রায়ডুকে (৫) সঙ্গে নিয়ে ধোনি অপরাজিত থাকেন ২২ বলে ৪৪ রান করে৷ চেন্নাই অধিনায়ক ৪টি চার ও ৩টি ছক্কা মারেন৷ দিল্লির হয়ে সূচিথ ২৮ রানে ২টি উইকেট নেন৷ ১টি করে উইকেট পেয়েছেন ক্রিস মরিস ও অক্ষর প্যাটেল৷

পালটা ব্যাট করতে নেমে দিল্লি প্রথম ওভার থেকেই উইকেট হারাতে থাকে৷ শিখর ধাওয়ানের ১৯ ও শ্রেয়সের ৪৪ ছাড়া আর কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি৷ পৃথ্বী শ ৪, ঋষভ পন্ত ৫, কলিন ইনগ্রাম ১, অক্ষর প্যাটেল ৯, রাদারফোর্ড ২, মরিস ০, সূচিথ ৬, অমিত মিশ্র ৮ রান করে আউট হন৷ বোল্ট অপরাজিত থাকেন ১ রানে৷

তাহির ১২ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন৷ জাদেজা নেন ৯ রানে ৩টি উইকেট৷ এছাড়া হরভজন সিং ও দীপক চাহার নিয়েছেন একটি করে উইকেট৷ জাদেজার একই ওভারে ধোনি মরিস ও শ্রেয়সকে স্ট্যাম্প আউট করেন৷ অধিনায়কোচিত ব্যাটিং ও দুরন্ত কিপিংয়েক জন্য ম্যাচের সেরা হয়েছেন ধোনি৷

Print Friendly

Related Posts