দুমকিতে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে বেসরকারী শিক্ষকদের অবসর ও কল্যান ট্টাস্ট এর জন্য ১০% কর্তনের আদেশ বাতিল করে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সম্মানজনক বাড়ী ভাড়া প্রদানের দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশন দুমকি উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার সকাল ৯টায় উপজেলার সিনেমা হল এলাকায় দুমকি প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষক কর্মচারী সমিতি ফেডারেশনের সভাপতি কাজী মাকসুদুর রহমান, সাধারন সম্পাদক মোঃ জাকির হোসেন, পটুয়াখালী ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, সমন্বয় কমিটির আহবায়ক মোঃ জামাল হোসেন, উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান, মাওঃ হারুন-অর রশিদ প্রমুখ।

বক্তারা বেসরকারী শিক্ষক কর্মচারীদের বেতন থেকে অবসর ও কল্যান ট্রস্ট এর জন্য ১০% কর্তনের আদেশ বাতিল করে পূর্নাঙ্গ উৎসব ভাতা ও সম্মানজনক হারে বাড়ী ভাড়া প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান।

Print Friendly

Related Posts