দুমকি উপজেলায় দশটি সাইক্লোন শেল্টার প্রস্তুত

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: উপকূলীয় জেলা পটুয়াখালীর দুমকি উপজেলায় ঘূর্ণিঝড় মোকাবেলায় দশটি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। তবে মাত্র ১০টি সাইক্লোন শেল্টার প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল।

এছাড়া আগামী শনিবার পর্যন্ত ঘূর্নিঝড় সংক্রান্ত তথ্য আদান প্রদানের জন্য কর্মকর্তাদের সমন্বয়ে সেল গঠন করা হয়েছে। উপজেলার বিভিন্ন স্থানে সতর্কতামূলক মাইকিংয়ের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। তবে এ উপজেলায় এখন পর্যন্ত সরকারি ছুটি বাতিল করা না হলেও উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন মৌখিকভাবে কর্মকর্তাদের সার্বক্ষণিক থাকতে বলা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাস আরো জানান, দুর্যোগ মোকাবেলায় এ উপজেলায় খাদ্য, অর্থ ও লোকবল সংকট রয়েছে। দূর্যোগ ব্যবস্থাপনা অফিস জানিয়েছে, ৮ নম্বর সতর্কতা সংকেত পাওয়ার সাথে সাথে অনিরাপদে থাকা উপজেলার সকল নাগরিকদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।

 

Print Friendly

Related Posts