রেজওয়ানা চৌধুরী বন্যার কন্ঠে মোল্লা জালালের গান শুনুন

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালালও যে একজন গীতিকবি এটা অনেকেরই অজানা।

সম্প্রতি জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা তার লেখা একটি গান কন্ঠে ধারণ করেছেন। গানটির শিরোনাম ‘ঐ আকাশটা যত বড়, যত বড় বাতাসের উঠান’ ।

গানটি এখন বাজছে ইউটিউব চ্যানেলে। এটি ত্রিতাল মিউজিক এন্ড ড্রামার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে এই ৩০ এপ্রিল। সঙ্গীতে রস আস্বাদনকারীরা এখানেও গানটি শুনে নিতে পারেন:

https://www.youtube.com/watch?time_continue=89&v=QtWkiqHrcXc

এ গান প্রসঙ্গে মোল্লা জালাল বলেন, ‘এটি হচ্ছে দেশপ্রেমিকদের জন্য প্রাত:সঙ্গীতের মত। জীবনের পরতে পরতে সন্ধান করলে অনুভব করা যায়, জন্মভূমি আমাদের কত কি দিয়েছে। জন্মভূমির প্রতি এই উপলব্ধিই বড় পুন্যি।’

 

শুনুন আরেকটি গান, যার শিরোনাম ‘মুক্তিযুদ্ধের ফসল এদেশ মানতে যাদের কষ্ট হয়’। এ গানটিতে কন্ঠ দিয়েছেন- সদ্য প্রয়াণ হওয়া জনপ্রিয় শিল্পী সুবীর নন্দী। লিঙ্ক:

https://www.youtube.com/watch?v=SwG3ccx7CzY&feature=share&fbclid=IwAR1aKPPz62Dxbw3XHxegIF52ccbVdVvrAIMciM57WZYbTBEkx3sje4rtqBg

Print Friendly

Related Posts