হাইকোর্টের এক বিচারপতির সমালোচনায় আপিল বিভাগ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ন্যাশনাল ব্যাংকের মামলায় হাইকোর্ট অর্থ ঋণ আদালতকে তাদের আদেশ মতো ডিক্রি দিতে বলায় কঠোর সমালোচনা করেছেন আপিল বিভাগ।

তারা বলেছেন, এভাবে আদেশ হলে সুপ্রিম কোর্ট থাকবে না। সাধারণ মানুষের হাইকোর্ট সম্পর্কে কী ধারণা হবে?- এমন প্রশ্নও করেন আদালত।

এ সময় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, ডিক্রি জারির অবৈধ আদেশ দেয়ায় হাইকোর্টের বিচারপতি সালমা মাসুদ চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো উচিত এবং তাকে বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করতে দেয়া উচিত হবে না।

তার সঙ্গে সিনিয়র আইনজীবীরা একমত পোষণ করেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিচারপতিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জটিলতা সৃষ্টি হয়েছে।

 

Print Friendly

Related Posts