ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাট। বুধবার রাতে গুজরাটের উত্তর দিকে এই ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৩। গুজরাটের পালানপুরের কাছেই এই কম্পনের উৎসস্থল।

পালানপুর থেকে ৩১ কিলোমিটার দূরে কম্পনের উৎসস্থলের গভীরতা ছিল ৩.১ কিলোমিটার। এমনটাই জানানো হয়েছে গুজরাটের গান্ধীনগরের ‘সিসমোলজিক্যাল রিসার্চ ইনস্টিটিউট’ থেকে।

মাউন্ট আবুতেও এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গিয়েছে। কম্পন টের পেয়েছেন আমেদাবাদ, বনস্কন্ঠ ও আরাবল্লীর বাসিন্দারাও। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। গত ৪৮ ঘণ্টার মধ্যে গুজরাটে আরও দুটি মৃদু কম্পন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে।

তবে গুজরাটের ভূমিকম্প প্রথমবার নয়। এর আগেও একাধিকবার কেঁপে উঠেছে ভারতের পশ্চিমের এই রাজ্য।

২০০১ সালে ২৬ জানুয়ারি ভূজে ভূমিকম্পে ২০ হাজারের বেশি মানুষের প্রাণ গিয়েছিল। সেই ভূমিকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.৭। অন্তত ৪ লক্ষ বাড়িঘর ধ্বংস হয়েছিল। আহত হয়েছিলেন প্রায় ২ লক্ষ মানুষ। তার মধ্যে অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা ছিল ভাচাউ। তার আগেও বেশ কয়েকবার এই এলাকায় বড় কম্পন অনুভূত হয়েছে।

Print Friendly

Related Posts