বরিশালে রিকশাচালক হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

বরিশাল ব্যুরো: বরিশাল নগরের আমানতগঞ্জে রিকশাচালক সালাম হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও পরিবারের সদস্যরা।

মঙ্গলবার (১১ জুন) বেলা ১১ টার নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় মানববন্ধনে সালাম হত্যার ন্যায়-বিচার প্রত্যাশায় বক্তব্য রাখেন মামলার বাদী সালামের স্ত্রী লিপি বেগম, মেয়ে (শিশু) নদী ও ফুফু সেলিনা বেগম এবং স্থানীয় যুবসমাজ সেবক আলম।

এরআগে গত ৭ জুন (শুক্রবার) উত্তর আমনতগঞ্জ এলাকার নির্মাণাধীন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে পুকুরপাড়ে পাইলিংয়ের বাঁশের উপর থেকে সালামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কাউনিয়া থানা পুলিশ।

এ ঘটনায় তিনজনের নামোল্লে­খসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন সালামের স্ত্রী লিপি বেগম। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে মামলার এজাহারভূক্ত আসামি ও টাউনস্কুল রোডের বাসিন্দা শাহজাহান খানের ছেলে মেহেদী খান রাব্বিকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব-৮ এর সদস্যরা।

Print Friendly

Related Posts