ধামরাইয়ে শতাধিক প্রবীণ পেলেন ভাতা ও হুইল চেয়ার ও স্টিক

রাসেল হোসেন, ধামরাই: ঢাকার ধামরাইয়ে পিকেএসএফ এর সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস ( এসডিআই) এর আয়োজনে বিজ্ঞান মেলা, ফ্রি মেডিকেল ক্যাম্প, নিরাপদ কৃষি মেলা, প্রবীণদের মাসিক পরিতোষক ভাতা প্রদান ও উপকরণ বিতরণ শীর্ষক সামাজিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ জুন) দুপুরে ফারমার্স টেনিং সেন্টার ( এফটিসি) সুতিপাড়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এসডিআইয়ের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি ( এমআরএ) অমলেন্দু মুখার্জি।

dham-2

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ- ব্যবস্থাপনা পরিচালক, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ) মোঃ ফজলুল কাদের।

সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বরেণ্য অভিনয় শিল্পী অধ্যাপক ড. ইনামুল হক, প্রখ্যাত অভিনয় শিল্পী ও শিক্ষক দিলারা জামান, বিশিষ্ট অভিনয় শিল্পী দিলারা ইয়াসমিন।

স্বাগত বক্তব্য রাখেন এসডিআই এর নির্বাহী পরিচালক সামছুল হক।

এসময় প্রবীণদের মাঝে মাসিক ৬ শত টাকা করে  এককালীন ৩ হাজার ৬ শত টাকা প্রদান করা হয় ও ১ জনকে  হুইল চেয়ার, ২০ জনকে স্টিক (লাঠি), ২০ জনকে কমোড চেয়ার, ২০ জনকে ছাতা প্রদান করা হয়।  শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ক্রেষ্ট প্রদান করা হয় এবং দিন ব্যাপি ফ্রি চিকিৎসা দেওয়া হয়।

Print Friendly

Related Posts