পাসের হারে ২য় স্থানে ভোলা

বরিশাল ব্যুরো:  বরিশাল বোর্ডের অধীনে এ বছর এইসএসসি পরীক্ষার পাসের হার ৭০ দশমিক ৬৫ শতাংশ। এ বোর্ডে গত বছরের চেয়ে এবার ৫৩১টি জিপিএ-৫ বেড়েছে। এ বছর জিপিএ-৫ পেয়েছে ১২০১ জন। এর মধ্যে ৭৩৫ মেয়ে ও ৪৬৬ ছেলে জিপিএ-৫ পেয়েছে।

জেলা ভিত্তিক পাসের হারে বরিশাল জেলা ৭৪ দশমিক ১৭ ভাগ পাস করে প্রথম অবস্থানে রয়েছে। এছাড়া ৬৫ দশমিক ০৯ ভাগ পাসের হার নিয়ে সবার নিম্নে রয়েছে পটুয়াখালী জেলা। ৬ জেলার মধ্যে ৭৩ দশমিক ২৯ নিয়ে ২য় স্থানে ভোলা, ৬৯ দশমিক ৫৩ নিয়ে তৃতীয় স্থানে পিরোজপুর, ৬৯ দশমিক ৫২ নিয়ে ৪র্থ স্থানে রয়েছে বরগুনা জেলা ও ৬৬ দশমিক ৮২ নিয়ে ৫ম স্থানে রয়েছে ঝালকাঠি জেলা।

বুধবার দুপুর ১ টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম এক সংবাদিক সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি বলেন, ‘গত বছরের তুলনায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা বেড়েছে। এ বছর বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৭০.৬৫। গত বছর ছিল ৭০.৫৫ ভাগ। সাথে মোট জিপিএ-৫ এর সংখ্যাও অনেক বেড়েছে।

তিনি বলেন, বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে এ বছর ৩৩০টি কলেজের ১১৮টি সেন্টারে মোট ৬৫হাজার ৯৬৮ জন পরিক্ষার্থী ছিল। যার মধ্যে পাস করেছে ৪৪ হাজার ৮শ’ ৮৭ জন। এর মধ্যে মেয়ে পাস করেছে ২৩ হাজার ৬শ’ ২৯ ও ছেলে পাস করেছে ২১ হাজার ২শ’ ৫৮ জন। ফলে মেয়েদের পাসের হার ৭৫ দশমিক ৪৮ ও ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৯৫ ভাগ।

 

Print Friendly

Related Posts