মিয়ানমারকে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা দিল বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সফররত মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের সঙ্গে এক বৈঠকে মিয়ানমারকে আজ ২৫ হাজার রোহিঙ্গার একটি তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ। এ তালিকায় ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার নাম রয়েছে।

আজ সোমবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় এক বৈঠকে মিয়ানমারকে এ তালিকা হস্তান্তর করা হয়।

রোহিঙ্গা ফেরত প্রসংঙ্গে মিয়ানমারের সফররত পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ের সঙ্গে বৈঠক করেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান। বৈঠকেই এ তালিকা মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে পর্যায়ক্রমে যাচাই-বাছাই শেষে মিয়ানমারকে বাকি রোহিঙ্গাদের তালিকা হস্তান্তর করা হবে বলে জানানো হয়েছে।

বৈঠক শেষে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আজকের বৈঠকে মিয়ানমারের কাছে নতুন করে ছয় হাজার পরিবারের ২৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর করেছে বাংলাদেশ।

Print Friendly

Related Posts