টস হেরে বোলিংয়ে বাংলাদেশ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি বাংলাদেশ ও শ্রীলঙ্কা। টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।

ব্যর্থ বিশ্বকাপ মিশনের পর শ্রীলঙ্কা সিরিজটা বাংলাদেশের জন্য ছিল আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বড় উপলক্ষ। কিন্তু উল্টো আরেকটি ব্যর্থতার উপাখ্যান রচনা করে ফেলেছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজ হেরেছে এক ম্যাচ বাকি থাকতেই। প্রথম দুই ম্যাচেই স্বাগতিকদের কাছে স্রেফ উড়ে গেছে সফরকারীরা। আজ শেষ ম্যাচটা বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই। সফর থেকে অন্তত একটি জয় নিয়ে দেশে ফেরার সুযোগও।

ম্যাচের আগের দিন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, নিজেদের আত্মতৃপ্তির জন্য হলেও শেষ ম্যাচটি তারা জিততে চান, ‘আমরা এই সিরিজ হেরে গেছি। ৩-০ আর ২-১ এর মধ্যে পার্থক্য হবে যে, আমরা অন্তত নিজেদেরকে প্রমাণ করতে পারব আমরা প্রথম দুই ম্যাচে যেভাবে চিন্তা করেছি সেভাবে খেলতে পারিনি। কিন্তু শেষ ম্যাচটি নিজেদের আত্মতৃপ্তির জন্য জেতা উচিত। দেশে সবাই প্রত্যাশা করছে অন্তত একটা জয় নিয়ে ফেরার।’

Print Friendly

Related Posts