ভোলার তজুমদ্দিনে দুদকের গণশুনানি আগামী ৪ আগস্ট

রিপন শান: আগামী ৪ আগস্ট ২০১৯ দ্বীপজেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় গণশুনানির আয়োজন করেছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

ভুক্তভোগী জনসাধারণের অভিযোগের প্রেক্ষিতে গণশুনানি করবেন দুর্নীতি দমন কমিশন (তদন্ত-১) মহাপরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান। বরিশাল সমম্বিত জেলা কার্যালয় উপ-পরিচালক দেবব্রত মন্ডল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার অব. মোঃ ইউসুফ জানিয়েছেন, আগামী ৪ আগস্ট রোববার সকাল ১০ টায় তজুমদ্দিন উপজেলা অডিটরিয়ামে দুদক গণশুনানির আয়োজন করেছে। সরকারি অফিসগুলোতে সেবা গ্রহণকালে হয়রানি, দুর্নীতি বা কোন ধরনের ভোগান্তির শিকার হলে গণশুনানিতে অভিযোগ তুলে ধরতে হবে।

এ উপলক্ষে পোস্টার, লিফলেট ও মাইকিংএর মাধ্যমে প্রচারণা চলছে। তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশ্রাফুল ইসলাম জানিয়েছেন, দুদকের গণশুনানি সফল করার জন্য সকল রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক গণশুনানিতে উপস্থিত থাকবেন বলে জানান তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Print Friendly

Related Posts