অস্ত্রের ঝনঝনানি কখনো শান্তি আনতে পারে না : ড. হাসান মাহমুদ

জ.ই. বুলবুল: অস্ত্রের ঝনঝনানি কখনো শান্তি আনতে পারে না। বিশ্ব শান্তির জন্য যুদ্ধ পরিহার করতে হবে। মঙ্গলবার জাতীয় জাদুঘরে ’জাপান বাংলা পিস ফাউন্ডেশন’ এর আয়োজনে অনুষ্ঠানে এসব কথা বলেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এমপি।

তিনি বলেন- সুন্দর আগামীর জন্য যুদ্ধ নয়, শান্তির জন্যই হাঁটতে হবে সবাইকে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত জাপানি দূতাবাসের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি হিরোইয়ামু ইজুমি উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

জাপান বাংলা পিস ফাউন্ডেশন এর প্রেসিডেন্ট হুমায়ুন কবির সুইটসের সভাপতিত্বে হিরোশিমা নাগাসাকি ট্রাজেডির ভয়াবহতা সামনে রেখে যুদ্ধ বিরোধী বক্তব্য রাখেন ফাউন্ডেশেনের প্রধান উপদেষ্টা ও গ্রাম-বাংলা পিস সেন্টারের চেয়ারম্যান ড. এস আই খান, মহাসচিব ডাঃ কায়েম উদ্দিন, জাপানি নাগরিক তারেক রাফি ভূইয়া জুন, প্রফেসর সৈয়দ মোহাম্মদ শাহেদ, আলহাজ্ব ডাঃ এম. এন. ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ জ.ই. বুলবুল, বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব শাহজাহান চৌধুরী লিটন।

পরে হিরোশিমা নাগাসাকি ট্রাজেডির ঘটনা অবলম্বনে ‘ব্ল্যাকফ্লেইম থিয়েটার” ঢাকা এর প্রযোজনায় “দ্যা ডার্ক হিস্টোরি মঞ্চস্থ হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংবাদ পাঠিকা শাহিদা জাহান ও শেখ তানভীর আহমেদ।

Print Friendly

Related Posts