ইউটিউবে কবি আসাদ কাজলের ৩৪ কবিতা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ নতুন যুগের সূচনা করলেন কবি আসাদ কাজল। শিমুল মুস্তাফা ও শিরিন বকুল এর আবৃত্তিতে কবি আসাদ কাজল এর ৩৪টি কবিতার মধ্য দিয়ে ইউটিউবে বাংলাদেশি কোন কবির কবিতার যাত্রা শুরু হলো। ।

আনুষ্ঠানিক এক অনুষ্ঠানে কলের গান ইউটিউব চ্যানেলে এই বিরল মুহূর্তটি উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ। প্রধান অতিথি ছিলেন মাননীয় মুক্তিযোদ্বা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক । সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ভাষাবিদ অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ ।

কবি আসাদ কাজল এর কবিতা নিয়ে আলোচনা করেন, শিশুসাহিত্যিক রফিকুল হক দাদুভাই, কবি নাসির আহমেদ ,পিআইবির সাবেক মহাপরিচালক ড. আবদুল হাই সিদ্দিক, কবি রেজাউদ্দিন স্টালিন, মোঃ গনি মিয়া বাবুল ও কবি সালেম সুলেরী প্রমুখ।

মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সুস্থ, সুন্দর সমাজ বিনির্মাণে কবি আসাদ কাজল এর এ ধরণের প্রয়াস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ।
ড. সফিউদ্দিন আহমদ বলেন, আমি দেশের ৩৬ টির অধিক দেশের বিভিন্ন কনফারেন্স, সভা সমিতিতে সাহিত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি । কিন্তু এতটা পরিনত, মার্জিত, গোছানো অনুষ্ঠান কোথাও দেখিনি ।

5R--COPY

শিশুসাহিত্যিক রফিকুল হক দাদু ভাই আসাদ কাজল এর কবিতার নান্দনিক দিক নিয়ে ভূয়সী প্রশংসা করেন । কবি নাসির আহমেদ বলেন, এ ধরণের আয়োজন বাংলাদেশে এক বিরল ঘটনা ।

এ ছাড়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , কবি ও গবেষক গোবিন্দলাল সরকার, অধ্যাপক জে আলী, ড. মুহাম্মদ জমির হোসেন, কবি ও গবেষক মোস্তাক আহমাদ, কবি আরিফ মঈনুদ্দীন, কথাসাহিত্যিক শিকদার আবদুস সালাম, কবি খাদেমুল ইসলাম , কবি আবদুল গনি মিয়া, কবি বাপ্পি সাহা, কবি কাপ্তান নুর, সাংবাদিক সাঈদ মাহমুদ, কবি এম আর মনজু , রন্ধনশিল্পী কোহিনুর নাহার ,সাংবাদিক সাহেল আহমেদ সোহেল , কবি সরদার মোজাম্মেল, গল্পকার ইমরান চৌধুরী, নাট্যশিল্পী হাসান তারিক, কবি রাহমান হাবিব, কবি মীরা আরা প্রমুখ ।

কলের গান প্রযোজিত গীতিকার রবিউল হাসান পরিচালিত অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন ইত্তেহাদ সাহিত্য পরিষ ও কবি সংসদ বাংলাদেশ। বিটিভির উপস্থাপক আফরোজা কণার উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে উঠে।

উল্লেখ্য, আসাদ কাজল এর ৩৪টি কবিতা শিমুল মুস্তাফা ও শিরিন বকুল এর আবৃত্তিতে- গ্রামীণ ফোন, রবি, এয়ারটেল ও বাংলালিংক এ ওয়েলকাম টিউন হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Print Friendly

Related Posts