রাসেল ডমিঙ্গো টাইগারদের হেড কোচ

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ রাসেল ডমিঙ্গোকে বাংলাদেশ ক্রিকেট দলের হেড কোচ নিয়োগ করেছে বিসিবি। ৪৪ বছর বয়সী এ প্রোটিয়া আগামী দুই বছর সাকিব-তামিমদের কোচিং করাবেন। রাসেল ডমিঙ্গো সাউথ আফ্রিকা দলের সাবেক কোচ। তিনি নতুন দায়িত্বে যোগ দেবেন ২১ আগস্ট।

শনিবার দুপুরে  বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাসেল ডমিঙ্গোকে টাইগারদের কোচ নির্বাচনের কথা জানান।

ঢাকা এসে গত ৭ আগস্ট বিসিবি কর্তাদের কাছে সাক্ষাতকার দিয়ে গেছেন ডমিঙ্গো। উপস্থাপন করেছিলেন কর্মপরিকল্পনা। বিসিবি সভাপতিসহ বোর্ডের কয়েকজন পরিচালক পরে তার ব্যাপারে সন্তুষ্টির কথা জানিয়েছিলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে খেলার অভিজ্ঞতা না থাকলেও কোচিংয়ে লম্বা সময়ের অভিজ্ঞতা আছে ডমিঙ্গোর। মাত্র ২৫ বছর বয়সেই প্রোটিয়াদের ইস্টার্ন প্রোভিন্স যুব দলের কোচ হন তিনি। পর একযুগ ধরে নানা সময়ে সাউথ আফ্রিকার অনূর্ধ্ব-১৩, অনূর্ধ্ব-১৯, বি-দল ও এ-দল ও জাতীয় দলের দায়িত্ব সামলান। ২০০৫ সালে দেশটির ঘরোয়া দল ওয়ারিয়র্সের কোচের পদ পান।

২০১২ সালে গ্যারি কারস্টেনের সহকারী থেকে টি-টুয়েন্টি দলের হেড কোচে উন্নীত হয়েছিলেন। পরের বছরের আগস্ট পর্যন্ত সেই দায়িত্ব সামলান। ২০১৩ সালে কারস্টেনের বিদায়ের পর তিন সংস্করণেই প্রোটিয়াদের হেড কোচের পদ পান। তার কোচিংয়ে ১৩ টেস্ট সিরিজের ৮টিতে জেতে সাউথ আফ্রিকা। টেস্ট র‍্যাঙ্কিংয়ে সাত থেকে দেশটিকে টেবিলের দুইয়ে তুলেছিলেন।

ডমিঙ্গোর সময়ে ২২টি ওয়ানডে সিরিজ খেলে ১৪টিতে জিতেছিল প্রোটিয়ারা। আইসিসি ওয়ানডে টেবিলের শীর্ষ দল হওয়ার গৌরবও অর্জন করে। একই সময়ে টি-টুয়েন্টিতে ৪২ ম্যাচে ২৩ জয় এসেছে আফ্রিকানদের।

২০১৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে আমলা-ভিলিয়ার্সদের সেমিফাইনালে নিয়ে যান তিনি। বিশ্বকাপের নকআউটে প্রোটিয়াদের একমাত্র জয়টিও ডমিঙ্গোর আমলেই। পরে ২০১৭ সালে জাতীয় দল থেকে সরিয়ে আবারও এ-দলের কোচিংয়ে আনা হয় তাকে।

আগামী বছর টি-টুয়েন্টি বিশ্বকাপ থাকায় এই সংস্করণে স্পেশালিস্ট কোচকেই কাজে লাগাতে আগ্রহী হল বিসিবি।

বিশ্বকাপের পর বাংলাদেশ দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাউথ আফ্রিকার সাবেক পেসার চার্লস ল্যাঙ্গাভেল্ট। স্পিন কোচের দায়িত্ব দেয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরিকে। ব্যাটিং কোচে বহাল আছেন আগের কোচ স্টিভ রোডসের বহরের সাউথ আফ্রিকান সাবেক নিল ম্যাকেঞ্জি। আরেক প্রোটিয়া ডমিঙ্গোকে বেছে নিয়ে কোচিং প্যানেল পূর্ণ করল বিসিবি।

Print Friendly

Related Posts