জাতীয় শোক দিবস স্মরণে অস্ট্রিয়ায় আলোচনা সভা

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥ বাঙালি জাতিসত্ত্বার স্হপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদ ।

১৫ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ভিয়েনার রেইনবো হলে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভানেত্রী নাসরিন নাহীদ। অষ্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সহসাধারন সম্পাদক ইমরুল কায়েস সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্বইউরোপীয় আওয়ামী লীগের সভাপতি, লেখক সাংবাদিক মানবাধিকারকর্মী ও কলামিস্ট এম. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম।

সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন দিক, বিদেশে বঙ্গবন্ধু পরিষদের করণীয় বিষয়াদি, বঙ্গবন্ধুকে হত্যার সময় তার দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানার প্রবাস জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। প্রধান অতিথি এম. নজরুল ইসলাম তার বক্তব্যের শেষে নবনির্বাচিত বঙ্গবন্ধু পরিষদের কার্যকরি কমিটির ২০২১ সাল পর্যন্ত মেয়াদ সংক্রান্ত কেন্দ্রের অনুমোদনপত্র সভানেত্রী নাসরীন নাহীদের নিকট হস্তান্তর করেন।

সভায় অন্যান্যের মধ্যে মূল্যবান বক্তব্য রাখেন- অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ রহমান মুক্তা, অস্ট্রিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সহ সভাপতি রতন সাহা ও শাখাওয়াত হোসেন সেলিম, ফখরুল হুদা, আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল, আক্তার হোসেন, শওকাত আলী, জসিম উদ্দিন, ফিরোজ আহমেদ, শ্যামল এবং আস্ট্রিয়া আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নয়ন হোসেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদ ভিয়েনার ইমাম ও খতিব মাওলানা গোলামুর রহমান আজহারী।

রিপন শান/মেট্রোনিউজ

Print Friendly

Related Posts