প্রধানমন্ত্রী স্বর্ণপদকে পবিপ্রবি’র সাত শিক্ষার্থী মনোনীত

কাজী দুলাল, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: ছাত্রজীবনে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনীতরা হলেন কৃষি অনুষদের ছাত্রী হাবিবা জানাত মীম, সিএসই অনুষদের মোঃ আতিকুর রহমান, বিএএম অনুষদের মোঃ আল ইমরান, এএনএসভিএম (ডিভিএম) অনুষদের শম্পা রানী, মাৎস্য বিজ্ঞান অনুষদের প্রান্ত সাহা, দুর্যোগ ব্যবস্হাপনা অনুষদের শ্রাবণী সরকার এবং নিউট্রিশন এন্ড ফুড সায়েন্স অনুষদের শারমিন আক্তার মনোনীত হয়েছেন।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কতৃক প্রধান মন্ত্রী স্বর্ণপদক ২০১৮ এর জন্য আহবানকত দরখাস্তের প্রেক্ষিতে সাতটি অনুষদের সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত ৭জন শিক্ষার্থীকে মনোনীত করা তালিকাটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠানো হয়েছে। তারা এখনো চুড়ান্ত তালিকা প্রকাশ করেনি।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ায় আরও অধিক মনোনিবেশ করে ভালো ফল অর্জন উৎসাহ প্রদানের জন্য ২০০৫ খ্রিষ্টাব্দ থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করা হয়।

Print Friendly

Related Posts