ভুলে যাওয়ার সমস্যায় মাশরুম উপকারী

বিডিমেট্রোনিউজ ডেস্ক ॥  ভুলে যাওয়ার সমস্যা এখন প্রায় সকলেরই কমবেশি রয়েছে। সমস্যা খুব গুরুতর না হলে  ডাক্তারের কাছে যাওয়ার কথা আমরা সাধারনত ভাবি না। ডাক্তার ছাড়াও আপনার একটা সামান্য জিনিস আপনার এই ভুলে যাওয়ার সমস্যা থেকে বাঁচাতে পারে।

সাম্প্রতিক গবেষণা বলছে সপ্তাহে মাত্র দুবার মাশরুম খেলে আপনার ভুলে যাওয়ার সমস্যা অনেকটা কমবে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি গবেষণা চালিয়ে সম্প্রতি এই সিদ্ধান্তে এসেছে।

সপ্তাহে ২ দিন এক কাপের তিন ভাগের এক কাপ মাশরুম খেলেই উপকার বুঝবেন বলে জানাচ্ছে গবেষণা। মাশরুমে উপস্থিত এরগোথিওনেইন নামক একটি পদার্থের জন্যই ম্যাজিকের মতো কাজ হবে বলে দাবি করেছেন গবেষকরা।

-ভারতীয় পত্রিকা

Print Friendly

Related Posts