ডাক্তার সেজে ২০০ নারীকে চিকিৎসা প্রশিক্ষণ, র‌্যাব অভিযানে আটক

খান মাইন উদ্দিন, বরিশাল ব্যুরো: বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার হাওলাদার মার্কেট পল্ল­ী বিদ্যুৎ সড়ক (চৌমাথা) সিনেমা হল বাজারে ডাক্তার চেম্বার থেকে ডাক্তার পরিচয়দানকারী মোঃ রফিকুল ইসলাম (৩৮) কে আটক করেছে র‌্যাব ।

জানা গেছে, বরিশাল র‌্যাব-৮ এর ক্যাপ্টেন মোঃ খালেদ মাহমুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।  ১৫ অক্টোবর দুপুরে সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তরিকুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আরএমও ডাঃ আকিল আল ইসলামের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালনা করে ডাক্তার এর সার্টিফিকেটের কথা জিজ্ঞাসা করলে সে কোন সদুত্তর দিতে পারেনি এবং কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করতে ব্যর্থ হয়।

এসময় ভূয়া ডাক্তার মোঃ রফিকুল ইসলাম ২ মাস যাবত উক্ত বাজারে একটি প্রশিক্ষণ কেন্দ্র খুলে ও প্রায় ২০০ জন নারী সদস্যকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দিয়ে আসছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ১ বছর জেল এবং দুই লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ।

Print Friendly

Related Posts