বরগুনায় কৃতি ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি দিল আশা

ইফতেখার শাহীন: বরগুনায় ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করেছে বে-সরকারী উন্নয়ন সংস্থা আশা।

এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় বরগুনার আরডিএফ মিলনায়তনে জেলার ৬ টি উপজেলার ২৩ জন কৃতি শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করা হয়।

আশা বরগুনা জেলার ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে এ বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহবুব আলম।

বক্তব্য রাখেন আশা কেন্দ্রীয় কার্যালয়ের ডিরেক্টর মোঃ আবদুস সামাদ, আশা বরিশাল ডিভিশনাল ম্যানেজার আবু খালেদ রাজু প্রমূখ।

এ সময় আশার সদস্য পরিবারের ২৩ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ২ লাখ ৫৩ হাজার টাকার শিক্ষা বৃত্তি অনুদান সহায়তা প্রদান করা হয়।

Print Friendly

Related Posts